মুজিবনগর ব্রাকের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
এম চোখ ডটকম, মুজিবনগর :: গত কয়েকদিন ধরে বাংলাদেশের একটি বড় অংশ জুড়ে যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তাতে বিপর্যয় হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন । অসহায় ও দারিদ্র্য মানুষদের হাড় কাঁপানো শীতের কষ্ট নিবারণের লক্ষ্যে মুজিবনগর ব্রাক শাখার আয়োজনে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে । মঙ্গলবার সকালে ১০ টায় মুজিবনগর ব্রাক শাখায় কম্বল বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী , উপস্থিত ছিলেন ব্রাক জেলা সমন্বয়ক শেখ মনিরুল হুদা , এলাকা ব্যবস্থাপক ( দাবি) জসীম উদ্দীন , আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) নাজমুজ্জামান মোল্লা, শাখা ব্যবস্থাপক (দাবি) মোস্তাফিজুর রহমান, এলাকাবস্থাপক প্রগতি সেলিম, শাখা ব্যবস্থাপক (বি সি ইউ পি ) শরিফুল ইসলাম , শাখা ব্যবস্থাপক (এসসিডিপি ) গোলাম মোস্তফা, হিসাব রক্ষক আব্দুস সামাদ প্রমুখ । উপজেলার সর্বমোট ৩ শো জন হত দরিদ্রদের মাঝে এই কম্বল প্রদান করা হয়।