মুজিবনগর ভবরপাড়া শোকার্ত জননীর গির্জার শতবর্ষ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে র্যা লী ও সাংস্কৃতিক
মুজিবনগর প্রতিনিধি।।
খৃস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানিয়ে এবং মুজিবনগর ভবরপাড়া শোকার্ত জননীর গির্জার শতবর্ষ উদযাপন উপলক্ষে রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ভবরপাড়া শোকার্ত জননীর গির্জার চার্চ ও সিস্টার সহ খৃস্টান ধর্মাবলম্বীরা আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। ভবরপাড়া শোকার্ত জননীর গির্জার শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোকসজ্জা ও ৩ দিন মেলা সহ নানা আয়োজন করা হয়েছে।
শোকার্ত জননীর গির্জার শতবর্ষ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা. বিশপ জেমস রমেন বৈরাগী, ফাদার যাকোব এস বিশ্বাস, ফাদার বকুল বৈরাগী, ফাদার আলবিনা সরকার, সিস্টার মালতি ম্যালো এস.সি, ফাদার রানা মন্ডল, ফাদার অরুন আন্তনী হালসনা, ফাদার মৃত্যুজয় দফদার, ফাদার লাবলু সরকার, ফাদার জেমস মন্ডল, ফাদার বিপ্লব মল্লিক পিমে, ফাদার নিলোকাস মন্ডল, ফাদার কোমল খান, ফাদার ডমনিক দফদার পিমে, ফাদার নিকোলাস মন্ডল, ফাদার হেরোদ মন্ডল, ফাদার চন্দন বিশ্বাস, ফাদার শংকর মন্ডল, গন্যমান্য ব্যাক্তীবরর্গা িউপস্থিত ছিলেন মি. খোকন মল্লিক, মি. তপু মাইকেল বিশ্বাস, মি. স্তেফান বিশ্বাস, মি. পিন্টু বিশ্বাস, মি. প্রত্যুষ মন্ডল, মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, মি. প্রশান্ত মন্ডল, মি, সুশান্ত মল্লিক প্রমুখ। জুবিলি অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কেন্দীয় (কোর টিম) কমিটি, উপাসনা কমিটি, প্রকাশনা ও মিডিয়া কমিটি, যোগাযোগ ও আপ্যায়ন কমিটি, সাংস্কৃতিক ও র্যা লী কমিটি, সাজসাজ কমিটি, খাদ্য কমিটি,লটারী ও মেলা কমিটি, নিরাপত্তা কমিটি, স্বাস্থ্য কমিটি, স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহযোগীতা করেন।
মুজিবনগর ভবরপাড়া শোকার্ত জননীর গির্জার শতবর্ষ জয়ন্তী উৎসব উদযাপন
314