মুজিবনগর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মো: মোসলেম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন, মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, সুপার মুন্সী শহিদুল ইসলাম। কৃর্তি শিক্ষাথীর মায়ের বক্তব্য রাখেন মোছা: আজ্ঞামানয়ারা পারভীন, মায়েদের অনুভুতি ও পরামর্শ মুলুক বক্তব্য রাখেন শিরিনা খাতুন ও সনিয়া খাতুন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও ইসমত আরা।