মুজিবনগরের মহাজনপুর দক্ষতা উন্নয়ন অরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ
এম চোখ ডটকম, মুজিবনগর :
স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেইফ এর সামাজিক প্রচার কর্মসূচির আওতায় কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন অরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মহাজনপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে সেইফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের মোঃ আমাম হোসেন মিলু। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাহাবুদ্দিন ও সহকারী সচিব মাসুদ রানা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর টিটিসির জব প্লান্ট কর্মকর্তা মাহফুজ আহমেদ, সেইফ এর ফিল্ড অফিসার সাকিব হোসেন। এছাড়া কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন অরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অনুষ্ঠানে মহাজনপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইদুর রহমান, কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুর ইসলাম,মহাজনপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ময়নদ্দিন, ইউপি সদস্য বিপ্লব হোসেন,আরিফ হোসেন, আখতারুজ্জামান, সেলিম রেজা, সোহরব হোসেন কালু, বিল্লাল হোসেন, ফিদু শেখ, তোয়াজ আলী, সংরক্ষিত সদস্য পান্না খাতুন, আলপনা খাতুন, মরিয়ম খাতুন, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, আজিজুল হক, ভূমি সহকারী মনোয়ার হোসেন, কৃষি উপসহকারী সেলিম রেজা, হাবিবুর রহমান, সমাজ সেবক শাহীন ইকবালসহ ইমাম,এনজিও, গ্রাম পুলিশেরা উপস্থিত ছিলেন।