মুজিবনগর মহাজনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুটবব,ভলি বল ও জার্সি বিতরণ
এম চোখ ডটকম, মুজিবনগর :
এডিপি প্রকল্পের আওতায় মুজিবনগর মহাজনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসা ও ক্লাবে বিনামূল্যে ফুটবল,ভলি বল ও জার্সি বিতরণ করেছে মহাজনপুর ইউনিয়ন পরিষদ।
সোমবার দুপুরে মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার খাইরুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন সচিব শাহাবুদ্দিন , ইউপি সদস্য মঈন উদ্দিন , আখতারুজ্জামান, সোহরাব হোসেন, তোয়াজ আলী, বিপ্লব হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলপনা খাতুন, পান্না খাতুন, হিসাব সহকারী কাম কম্পিউটার স্যুইট আহমেদ ও মাসুদ রানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন । ইউনিয়নের মোট ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,২টি মাধ্যমিক বিদ্যালয় ,১ টি কলেজ, ৩ টি মাদ্রাসা ও ৫ টি ক্লাবে ফুটবল ভলিবল জার্সি প্যান্ট ভলিবল নেট প্রদান করা হয় ।