এম চোখ ডটকম,মুজিবনগর : শোক র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মুজিবনগরের মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগ। আজ (৩০শে আগষ্ট-২০২২) মঙ্গলবারর বিকেল ৪টার সময় মুজিবনগরের মহাজনপুর ইউনিয়ন পরিষদ চত্তর থেকে একটি শোক র্যালী বের করা হয়। মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমনের নেতৃত্বে র্যালীটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মহাজনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিকেল ৫টায় মহাজনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু। এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রাসেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মজনু, সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম, আজিজুল ইসলাম ও আব্দুল মাবুদ প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।
মুজিবনগর মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের শোক র্যালী
324
previous post