মুজিবনগর মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুজিবনগর পি ডব্লিউ ডি আই বি রেস্ট হাউজে মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (রফা) গাইনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের আওয়ামী লীগের তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের নেতাদের খুব শক্ত ভাবে আওয়ামীলীগের নৌকার পক্ষে কাজ করতে হবে। এবং প্রত্যেকটা ওয়ার্ডের আওয়ামীলীগের কর্মীদের সাথে নিয়ে আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন তুলে ধরতে হবে, সাধারণ জনগণকে বোঝাতে হবে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে । শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আমরা এত ভালো আছি দেশের এত উন্নয়ন করা সম্ভব হয়েছে বা হচ্ছে। তাই আজকের এই ভালো থাকা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সম্পাদক আবুল কালাম , মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ , জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আশকার আলী ,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মানিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতিন, মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডালিম ,বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সোহানুর রহমান সোহাগ, সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।