মুজিবনগরে মোনাখালী ও বাগোয়ন ইউপি‘র স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
এম চোখ ডটকম,মুজিবনগর: : মুজিবনগর উপজেলার মোনাখালী ও বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মুজিবনগর রেষ্ট হাউজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মোলন প্রস্তুত কমিটির আহবায়ক মতিউর রহমান মতিন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মুজিবনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মি: বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব। মুজিবনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সম্মেলন কমিটির সদস্য শাহরিয়ার আজম পরাগ, আনিসুর রহমান শুভ, রোকনুজ্জামান রোকন, মেহেদী হাসান বগা, রাব্বি, শাহঅলিউল্লাহ সোহাগ জুয়েল রানা, সুমন আহমেদ, দারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাজাহান সিরাজ দোলন, সাধারণ সম্পাদক লিংকন, মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ। সম্মেলন শেষে বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান ও মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নঈম ডালিম ও আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।