200
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুর মুজিবনগরের মোনাখালী সাধুগুরু পঞ্চাতন মালিতার ৫০তম স্বরনসভা উপলক্ষে আলোচনা সভা করেছে মোনাখালী সাধুগুরু পঞ্চাতন মালিতার সাধু সংঘ। আজ বুধাবার মালিতার সাধু আশ্রমে সন্ধ্যা রাত্র থেকে লালন ভাবসঙ্গীতের মধ্য দিয়ে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। সাধুগুরু পঞ্চাতন মালিতার সন্তান সাধু আব্দুল কাদের মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথপুর আই সি ক্যাম্প ইনচার্জ নাসির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, সাবেক ইউপি সদস্য মাফিজ, রেজাউল, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শাহিনুজ্জাদান মানিক প্রমুখ।