মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করলেন নব-নির্বাচিত মুজিবনগর উপজেলা ছাত্রলীগ
মুজিবনগর প্রতিনিধি
স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছেন নব-নির্বাচিত মুজিবনগর উপজেলা ছাত্রলীগ।
আজ রোববার বিকেলে নব-নির্বাচিত মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন ও সাধারণ সম্পাদক স্বপন গাজীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এই পুষ্পমাল্য অর্পণ করেন।
উল্লেখ্য গত শনিবার ১৩ এপ্রিল মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে আংশিক কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ ।
এই নতুন কমিটিতে ইমাম হোসেন ইমনকে সভাপতি ও স্বপন গাজীকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য মুজিবনগর উপজেলা ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয় ।
এই কমিটির অন্যান্য সদস্যগণ হল সহসভাপতি ইস্তেক হোসেন লিমন, ওমর শরীফ উৎসর্গ, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, এবং সাংগঠনিক সম্পাদক সায়েম খন্দকারকে নতুন কমিটির ঘোষনা করেন। এবং অতি দ্রুতই পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেয়ার নির্দেশ দিয়েছে জেলা ছাত্রলীগ।