214
এম চোখ ডটকম, মুুজিবনগর : মেহেরপুর জেলার মুুজিবনগর উপজেলার দারিয়াপুর দক্ষিণ পাড়ার রুস্তম আলীর বসত বাড়ীতে আগুন লেগে ঘরের আসবাব পত্রসহ ব্যবহারের যাবতীয় কাপড়-চোপড় পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।জানাগেছে উপজেলার দক্ষিণ পাড়ার রুস্তম আলীর বাড়ীতে মাজেদুল ও মাবুদ নামে দুজন ভাড়াটিয়া পরিবারের লোকজন নিয়ে কিছুদিন যাবত বসবাস করে আসছে। মাজেদুল জানায় বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমরা নিজ নিজ কাজে ব্যাস্ত ছিলাম। হঠাত দেখি আমাদের ঘরে আগুন জলছে। এ সময চিৎকার চেচামিচি শুরু করি। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে সহযোগীতা করে।খবর পেয়ে মুুজিবনগর ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্হানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় মানুষ ও প্রাণীর কোনরকম ক্ষতি হয়নি। তবে মাজেদুল ও মাবুদের ঘরে থাকা আসবাবপত্র ব্যাবহারের কাপড়, কাথা কম্বলসহ আনুমানিক ৪০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানায়।কিভাবে আগুন লেগেছে এ ব্যাপারে জানতে চাইলে কেউ কিছু বলতে পারেনি।ভাড়াটিয়া মাবুদ পেশায় হেলপার ও মাজেদুল রাজমিস্ত্রি করে সংসার চালায়।