মুুজিবনগর থানা পূলিশের অভিযানে পৃথক মামলায় ৮জন গ্রেফতার
এম চোখ ডটকম,মুজিবনগর: মুুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী রাসেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭জন ও নিয়মিত মামলা ১জনসহ মোট ৮জন আসামীকে গ্রেফতার করছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন এস সি ২২/২২ ভবানীপুর গ্রামের আবুল কালামের ছেল জহুরুল ইসলাম, জিআর ৬৯/২০ আনন্দবাস গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে হিল্টন আলী, জি আর ১৫/২০,বাগোয়ান গ্রামের আঃ হান্নান খানের ছেলে মনিরুল ইসলাম ওরফে ময়না, সি আর ১১৯/২০২৩ কোমরপুর গ্রামের মৃত মুরাদের ছেলে মহাম্মদ আলী, সি আর ১১৯/২০২৩ কোমরপুর গ্রামের মহামাদের ছেলে সাইফুল ইসলাম, সি আর ১১৯ / ২০২৩কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মনোয়ারা খাতুন, সি আর ১১৯/ ২০২০ কোমরপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে আরিফুল ইসলাম।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭জন ও নিয়মিত মামলা ১জনসহ মোট ৮জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।