মেশিন খুব ভালো, শতবর্ষী ফইমন নেছা
তৌহিদ উদ দৌলা রেজা, এম চোখ ডট কম :
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দিয়ে আনন্দিত শতবর্ষী ফইমন নেছা। মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের হাসানাবাদ কেন্দ্রে ভোট দেন তিনি।
বুধবার(১৫জুন) সকাল ৮ টা থেকে শুরু হয় মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার ৪ টি ইউনিয়ন পিরষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
নবগঠিত বারাদি ইউনিয়নে ৩ নং ওয়ার্ড হাসানাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বের হতে দেখা যায় বৃদ্ধা ফইমন নেছাকে (৯৯)। এ সময় ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার অনুভুতি জানতে চাইলে কাপা কাপা গলায় বলেন, মেশিন খুব ভালো। ।অমার খুবই ভালো লেগেছে। জীবনে প্রথম এরকম ভোট দিলাম। ভোট দিতেও কোন সমস্যা হয়নি। নাতবৌয়ের সাথে এসেছেন কেন্দ্রে। এই বয়সেও নিজের ওয়ার্ড ও ইউনিয়নে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতেই এসেছেন।
ভোট প্রয়োগের সুষ্ঠ ও সুন্দর পরিবেশ থাকায় কোন বাঁধা বিঘ্ন ছাড়ায় মেশিনে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করলেন তিনি।
উল্লেখ্য: এই প্রথম মেহেরপুর পৌরসভা ও চার ইউনিয়েনের ৬৩ কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে। মেহেরপুর সদর উপজেলার একটি পৌরসভা ও চার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৮৮জন।