মেহেরপুরের কলাইডাঙ্গা-মোমিনপুর ঈদগাহ’র মিনার নির্মাণ কাজের উদ্বোধন
মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা-মোমিনপুর ঈদগাহের দৃষ্টিনন্দন মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় কলাইডাঙ্গা-মোমিনপুর ঈদগাহ কমিটির আয়োজনে ঈদগাহ প্রাঙ্গণে মিনার নির্মাণ কাজের উদ্বোধন ও মিষ্টি মুখ করানো হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মিনারের ডিজাইন পছন্দ ও আগামী ঈদ উল ফিতরের নামাজ আদায়ের প্রত্যাশা ব্যক্ত করেন কমিটির দায়িত্বশীলরা। এসময় উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি রতন মোল্লা, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মাবুদ, সেলিম হোসেন মোল্লা, মাওলানা তালিব উদ্দীন, আব্দুস সাত্তার, ছাকন উদ্দীন, মুর্শিদ কুলি ম্যাগা, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুজ্জামান মুকুল, আওলাদ মালিথা, সাংবাদিক এসআই বাবু, হামিদুল ইসলাম, মসলেম উদ্দীন, আঃ জলিলসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।