মেহেরপুরের জয়পুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
এম চোখ ডটকম,মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটিদল তার লাশ উদ্ধার করে। মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় ৯৮ থ্রী এস সীমান্ত পিলার থেকে ১০০ গজ দূরে বাংলাদেশের সীমানার জয়পুর গ্রামের আগ্রাগাড়ির মাঠে জনৈক হান্নান হটনগরীর শ্যালােমেশিনের পাশে কলাগাছের ঝােপে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশের একটিদল সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাপ্ত ছবি ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে লাশের সামনে একটি খাবারের বক্স এবং হিন্দি ও ইংরেজিতে Rail neer লেখা পানির বোতল এবং একটি বিস্কুটের প্যাকেট পড়ে ছিল। বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর হবে। মৃত ব্যক্তির বাম হাতসহ সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। সেই সাথে কে বা কারা তাকে হত্যা করে তা সনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে মুজিবনগর থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করা হয়েছে।