মেহেরপুরের দুটি আসনের কেন্দ্র কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরের প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয়েছে ব্যালট পেপার। আজ ভোর ৫টা থেকে উপজেলা পরিষদগুলো থেকে ব্যালট পেপারগুলো ভোট কেন্দ্রগুলোর উদ্দেশ্যে পাঠানো হয়। সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে এই ব্যালট পেপারগুলো পাঠানো হয়।
এ সময় নিকটস্থ কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে করা নিরাপত্তার মাধ্যমে ব্যালট পেপারগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এছাড়াও দূরবর্তী কেন্দ্রগুলোতে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে কয়েকটি হাবে পাঠানো হয়।
হাবগুলো থেকে নিকটবর্তী কেন্দ্রে ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের মাধ্যমে পাঠানো হবে। মেহেরপুরের দুটি আসনে ২০৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ ৫৫ হাজার ৯৬৬ জন