মেহেরপুরের দুটি আসনে চুড়ান্ত প্রার্থী যারা
এম চোখ ডট কম, গাংনী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়েছে। ১৮ ডিসেম্বর (সোমবার) প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে ভোটের প্রচারণা। রোববার (১৭ ডিসেম্বর) মেহেরপুর জেলার দুটি আসনে ৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে ছয় জন এবং মেহেরপুর- (গাংনী) সাত জন চুড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন।
মেহেরপুর-১ আসনে চুড়ান্ত প্রার্থী:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আ.লীগের সাবেক এমপি আব্দুল মান্নান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জাতীয় পার্টি প্রার্থী আব্দুল হামিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী বাবুল জোম ও ন্যাশলনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী তরিকুল ইসালম লিটন।
মেহেরপুর-২ আসনে চুড়ান্ত প্রার্থী:
বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, তৃণমুল বিএনপি প্রার্থী আব্দুল গণি, জাতীয় পার্টি (জাপা) প্রার্থী কেতাব আলী, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আল ফারুক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী শাহজামাল আমিরুল ও ন্যাশলনাল পিপলস পাটি (এনপিপি) প্রার্থী গোলাম রসুল।
আজ ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। জেলা রির্টার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করবেন। এর পর থেকেই শুরু হবে ভোটের মাঠের প্রচারণা।
এর আগে রোববার শেষ সময় পর্যন্ত মেহেরপুর-১ আসনে জাকের পার্টি প্রার্থী সাইদুল আলম শাহীন, মেহেরপুর-২ আসনে সামসুজ্জোহা সোহেল, স্বতন্ত্র প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল ও বাংলাদেশের ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল মনোনয়নপত্র প্রত্যাহার করেন।