364
মেহেরপুরের দুটি আসনে জাপার মনোনয়ন পেলেন যাঁরা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর-১ আসনে আব্দুল হামিদ এবং মেহেরপুর-২ আসনে কেতাব আলী জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন। ৩০০ আসনের মধ্যে আজ সোমবার বিকেলে জাপা যে ২৭৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তার মধ্যে মেহেরপুরের দুটি আসন রয়েছে।
মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়েগ গঠিত মেহরেপুর-১ আসনে। অন্যদিকে গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-২ আসন।
মেহেরপুর-১ আসনে মনোনয়ন পাওয়া আব্দুল হামিদ মেহেরপুর জেলা জাপার সভাপতি এবং কেতাব আলী সহ সভাপতি পদে রয়েছেন।
দীর্ঘদিন ধরে দলের সাথেই আছেন এই দুই নেতা। মেহেরপুর জেলায় জাতীয় পার্টির নাম তারাই ধরে রেখেছেন বলে মনে করেন জাপার নেতাকর্মীরা।