571
মেহেরপুরের দুটি সংসদীয় আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল।। বৈধ ১৭ টি
এম চোখ ডটকম,মেহেরপুর:
মেহেরপুরের দুটি সংসদীয় আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১৭ টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আজ রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শামীম হাসান যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
মেহেরপুর ১ আসনে স্বতন্ত্র ও জেপি প্রার্থীসহ তিন জনের প্রার্থিতা বাতিল হয়।
এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ইয়ারুল ইসলাম তার মনোনয়নপত্রে দলীয় প্রার্থী হিসেবে লিখেছেন, আওয়ামী লীগ সমর্থিত আরেক প্রার্থী এডভোকেট মিয়াজান আলীর ১ পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সঠিক নয় এবং জাপা প্রার্থী মওলাদ আলী খানের মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারী তিনি নিজেই।
মেহেরপুর২ আসনে স্বতন্ত্র প্রার্থী পাঁচ জনের মনোনয়ন পত্র বাতিল হয়। এরা সকলেই আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এরা হলেন- অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল, নুরুল ইসলাম রিন্টু, জাহাঙ্গীর আলম বাদশা, ডক্টর আশরাফুল ইসলাম ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর ২০১১ বিধিমালার বিভিন্ন ধারা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের নিশ্চিত স্বাক্ষরের শর্ত পূরণ করতে না পারায় এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
প্রসঙ্গত মেহেরপুর-১ আসনে ১০ জন এবং মেহেরপুর-২ আসনে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।