মেহেরপুরের নতুন দরবেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীর মৃত্যু
এম চোখ ডটকম, বারাদী :মেহেরপুর সদরের নতুন দরবেশপুরে সড়ক দুর্ঘটনায় এশিয়া খাতুন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল আনুমানিক ৩ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এশিয়া খাতুন মেহেরপুর সদরের কলাইডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী। জানা যায়, এশিয়া খাতুন নতুন দরবেশপুর থেকে মুরগি কিনে ছেলে ইয়ামিনের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে নতুন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরবর্তী সালেকীন মিয়ার বাড়ীর সামনে পৌছুলে ছাগল বাঁচাতে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়। সেখানেই রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এশিয়া খাতুন। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেক হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী নেওয়ার পথে হাসপাতালের অদুরবর্তী ওয়াপদা মোড়ে পৌছুলে এশিয়া খাতুন মৃত্যু বরণ করেন। বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে রাত সাড়ে ১০ টায় তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। এশিয়া খাতুন দুই পুত্র সন্তানের জননী ছিলেন।