867
মেহেরপুরের পুরাতন দরবেশপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
এম চোখ ডটকম,বারাদী: মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে সাথী খাতুন (২৪) নামের এক গৃহবধূ। সোমবার দিন গত রাত আনুমানিক ২ টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত সাথী খাতুন পুরাতন দরবেশপুর গ্রামের খন্দকার পাড়ার শাহজাহানের মেয়ে। ঘটনাস্থল থেকে জানা যায় সাথী খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার পোতারপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী ও এক পুত্র সন্তানের জননী। সাথী খাতুন গত দুই দিন আগে পোতারপাড়া গ্রাম থেকে বাবার বাড়ি পুরাতন দরবেশপুরে বেড়াতে আসে । এবং সোমবার দিনগত রাতে সে আত্নহত্যা করে। কি করণে এ আত্নহত্যা এ বিষয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন তদন্তের জন্য ঘটনা স্থলে আসেন। অপরদিকে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মফিজুল, এএসআই হাফিজ, এএসআই আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেনএই বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়।