মেহেরপুরের বারাদীতে এস এস বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
এম চোখ ডটকম,বারাদী: মেহেরপুর সদর উপজেলার বারাদীতে এস.এস বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামে অবস্থিত এস.এস বিদ্যানিকেতন প্রাঙ্গণে বিভিন্ন আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালক সেলিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাদী ইউ পি চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন। বিশেষ অতিথি হিসেবে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, সাংবাদিক ও কলামিষ্ট রফিক উল আলম, বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই দেবাশীষ অধিকারী, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে স্বাধীনতা দিবসের খেলাধুলায় অংশগ্রহণকৃত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া বিদ্যালযের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপদেষ্টা সদস্য সিরাজুস সালেকিন।