338
মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা উৎসব
এম চোখ ডটকম,মেহেরপুর: : সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সনাতনী রীতি অনুযায়ী এ রথযাত্রা শুরু হয়। মেহেরপুর শহরের হরিসভা মন্দিরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রাটি আবারও হরিসভা মন্দিরে গিয়ে শেষ হয়। বিকাল পাঁচটার দিকে শুরু হয়ে রথযাত্রাটি সাড়ে ছয়টার দিকে শেষ হয় । হিন্দু ধর্মের অনুসারীরা এ সময় শ্রী জগন্নাথ দেবের জয় গান করেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের ধর্মানুসারীরা রথ যাত্রায় অংশগ্রহণ করে। এর পূর্বে মন্দিরে পূজা অর্চনা আয়োজন করা হয়। রথযাত্রা শেষে অনুসারীদের প্রসাদ বিতরণ করা হয়।