এম চোখ ডটকম,মেহেরপুর: মেহেরপরে অভিনব কায়দায় বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রাজনগর মোল্লাপাড়া গ্রামের মৃত সফর মন্ডলের ছেলে কবির হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটে।
বাড়ির মালিক কবির হোসেনের মেয়ে নীপা খাতুন জানান, আনুমানিক বিকেল সাড়ে ৫ টার দিকে অপরিচিত এক ব্যক্তি বাড়ীতে প্রবেশ করে তার বাবা কবিরের খোঁজ করেন। মেয়ে নিপা জানায়, তার বাবা আমঝুপি বাজারে গেছেন ।অপরিচিত ব্যাক্তিকে বসতে বলেন এবং পাশের বাড়ীতে তার মাকে ডাকতে যায়। এই সুযোগে সে ঘরে ঢুকে শোকেস এর ড্রয়ারের তালা ভেঙে সোনার নেকলেস ১ টা, রুলিবালা ১ জোড়া, ঝুমকো দুল ২ জোড়া, আংটি ৩ টা যার আনুমানিক মুল্য ২ লক্ষ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়।
সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ঘরের শোকেস এর ড্রয়ারের তালা ভেঙে স্বর্ণালঙ্কার গুলো নিয়ে যায় বলে জানান পরিবারের লোকজন।