মেহেরপুরে আইডিইবি এর মানববন্ধন
এম চোখ ডটকম,মেহেরপুর: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবিদের সমস্যা সমাধান, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংসোধীত আকারে প্রকাশ সহ ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি পরিষদ। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির সহসভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জনসংযোগ ও প্রচার সম্পাদক শাহীন মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রæত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচীর গ্রহণ করা হবে। তাছাড়া প্রধানমন্ত্রী নির্দেশনা সত্বেও কেন তা বাস্তবায়ন হচ্ছে না তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন তারা।