247
মেহেরপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
এম চোখ ডট কম, মেহেরপুর :
সরকারের উন্নয়ন কে তুলে ধরতে সারাদেশে ন্যায় মেহেরপুরেও অনুষ্ঠিত হয়েছে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শোভাযাত্রাটি বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শুরু হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা আ.লীগের সদস্য ও গাংনী পৌর মেয়র আহমেদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোমিনুল ইসলাম, মুজিবনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শ^াশত নিপ্পন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সুবহান ও সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামালসহ নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি শহরের শামসুজ্জোহা পার্কের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এম এ খালেক। ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। কর্মসূচিতে যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।