251
মেহেরপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
এম চোখ ডটকম,মেহেরপুর:
মেহেরপুরে ৩২ তম আন্তর্জাতিক এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। আজ রবিবার সকাল ১০টার দিকে এ উপলক্ষে র্যালি জেলা শিল্পকলা অ্যাকাডেমি থেকে বের হয়ে জেলা প্রশাসন চত্তরে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অফিসার কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক শামীম হোসেন, শহর সমাজসেবার অফিসার সহেল মাহামুদ। এসময় বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ ও প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তিনজন প্রতিবন্ধীকে কার্ড প্রদান করা হয়।