মেহেরপুরে আম সংগ্রহের সময় নির্ধারণ
এম চোখ ডটকম,মেহেরপুর:
মেহেরপুরে আম সংগ্রহের নির্ধারিত দিন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম ব্যবসায়ীদের সাথে সভা করে এদিন ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার এর সভাপতিতে কৃষি বিভাগের কর্কর্তাগন এ সময় উপস্থিত ছিলেন। জেলার বাগান মালিক ও আম ব্যবসায়ীদের সাথে আম সংগ্রহের দিন সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় ব্যবসায়ীরা আমের বিভিন্ন জাতের বর্তমান অবস্থা সম্পর্কে জানান। অতিরিক্ত গরমে এবার আম একটু পূর্বেই পরিপক্ক হবে বলে জানান ব্যবসায়ীরা।
আম ব্যবসায়ী শাহিনুল ইসলাম বলেন, মেহেরপুরের আম সারাদেশে বিখ্যাত হওয়ায় এখানে বিভিন্ন অঞ্চল থেকে আমের বেপারীরা ভিড় জমায়। সঠিকভাবে আম ভাঙার জন্য প্রশাসনের সহযোগিতা দরকার।
বিশিষ্ট বাগান ব্যবসায়ী গোলাম রসুল বলেন, মেহেরপুরে অপরিপক্ক আম সংগ্রহ করা হয় না বললেই চলে। ব্যবসায়ী ও বাগান মালিকদের হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
সকলের পরামর্শে স্থানীয়ভাবে আম সংগ্রহের দিন কিছুটা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আটি আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয় ১৮মে থেকে, হিমসাগর ৩০মে, ল্যাংড়া ১২ জুন, আমরুপালি ২২ জুন, বাড়ি আম-৪ এর তারিখ নির্ধারণ করা হয় ২৪ জুন থেকে।
এসময় কৃষি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত দিন ঘোষণা করা হলেও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পরিদর্শন সাপেক্ষে আম সংগ্রহের জন্য পরামর্শ প্রদান করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপো পরিচালক বিজয় কৃষ্ণ হালদার অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে আমে ক্ষতিকর ক্যামিকেল মেশানোর বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেন।
আর প্রতিবারের নাই এবারও সারাদেশে আম সরবরাহ করে মেহেরপুর সুখ্যাতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া।
সবাই অপরিপক্ক আম বাজারজাত করনের বিষয়ে করা হুঁশিয়ার প্রদান করে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।