মেহেরপুরে ইজিবাইক চালক হত্যার সাথে জড়িত তিন জন গ্রেফতার ॥ ইজিবাইক উদ্ধার
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরে আবাসিক হোটেলে ইজিবাইক চালক আব্দুর রহমান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ইজিবাইক।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুবরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাস (৩০) ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজিদ আলীর ছেলে রাজু শেখ (২৭) এবং আবাসিক হোটেল মালিক মেহেরপুরের মনিরুল ইসলাম ঝন্টু
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমল হুসাইন জানান, রোববার বিকেলে মেহেরপুর শহরের হোটেল ইজাজ আবাসিক হোটেল থেকে ইজিবাইক চালক আব্দুর রহমানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার হাত-পা ও মুখ বেঁধে গলাকেটে হত্যা করা হয়েছে মর্মে নিশ্চিত হয়ে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়। রোববার সন্ধ্যায় মেহেরপুর শহর থেকে হোটেল মালিক মনিরুল ইসলাম ঝন্টুকে গ্রেফতার করা হয়। একইসাথে সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে হত্যাকারী অপর দুজনের অবস্থান শনাক্ত করে পুলিশ। অভিযানে আজ ভোরে ঝিনাইদহের দুবরাজপুর গ্রাম থেকে প্রথমে কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে পরবর্তীতে গ্রেফতার করা হয় তার সঙ্গীয় রাজু শেখকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নিহত আব্দুর রহমানের অটো। অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে আব্দুর রহমানকে খুন করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেফতার হওয়া দুজন। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, অটো চালাতে মেহেরপুর শহরের আসার পর নিখোঁজ হয় মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহমান। পরে রোববার বিকেলে মেহেরপুর শহরের ইজাজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহের সন্ধান পায় পুলিশ। এ বিষয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার।