মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
এম চোখ ডটকম,মেহেরপুর: “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্য মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পুলিশ লাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এবং মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান।
এ সময় গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাক্তার এম এ বাসারসহ ওয়ার্ড থেকে জেলা পর্যায়ের পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পুলিশের বীরত্বের ইতিহাস এবং দেশের সংকটে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং সেরা পুলিশিং কমিটির সদস্যকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।