মেহেরপুরে কৃতি শিক্ষাথীদের মাঝে ট্যাব বিতরণ
এম চোখ ডটকম,মেহেরপেুর:
মেহেরপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্তীদেও মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। আজ বেলা ১২ টার দিকে শহরেরর কমিউনিটি সেন্টারে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জন প্রসাশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জেলা প্রশাসক আজিজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিসংখ্যান বুরো উপ পরিচালক বাসির উদ্দিন , অতিরিক্ত জলো প্রসাশক লিংকন বিশ^াস প্রমুখ। এ সময় জেলার মেধাবি ৭২৯জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করা হয়। ৯ম ও ১০ম শ্রেনীর একাডেমি রেজাল্টের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা ট্যাব আর্জন করে। সর্ব মোট ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেহেরপুর সদর উপজেলার ২৫৫ মুজিবনগরে ৮৫ ও গাংনীতে ৩৯০ জন ছাত্র ছাত্রীদের ট্যাব পুরষ্কার হিসাবে প্রদান করা হয়। এসকল ট্যাব পুরষ্কার দেওয়ার ফলে ছাত্রছাত্রীদের পড়ার আগ্রহ আরো ব্রদ্ধি হবে বলে মনে করেন আতিথিবৃন্দ। এসময় জ্ঞান অর্জনে ইন্টারনেটের ব্যবহার করে নিজেদেও আরো দক্ষ করার আহবান জানান জনপ্রসাশন প্রতিমন্ত্রী। আইটি বিষয়ে দক্ষ হলে শিক্ষার মান আরো বৃদ্ধি হবে এবং এজন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন মন্ত্রী। ট্যাব পেয়ে খুশি শিক্ষার্থীরা।