মেহেরপুরে কৃতি শিক্ষার্থীদের মেসডার সংবর্ধনা
এম চোখ ডট কম, মেহেরপুর :
এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান করেছে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (মেসডা)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম ও স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আব্দুস সবুর। ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আজিম।
রাবির শিক্ষার্থী ফারজানা ফাইজা ও ঢাবি শিক্ষার্থী গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক সহকারী শিক্ষক শামীম রেজা, মেসডা ঢাবির সভাপতি এম আর মুকুল, ইবির সভাপতি জারাফাত হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা নির্ঝর,প্রমুখ।
এবছরে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৮৫০ জন পরীক্ষার্থী, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্যারিয়ারে বিশেষ কৃতিত্ব অর্জনকারী বিসিএস এবং বিজেএসসহ ১৬ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষা ক্ষেত্রে মেহেরপুর জেলার ছাত্রছাত্রীদের এগিয়ে নিতে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে মেসডা।