325
এম চোখ ডট কম,মেহেরপুর : মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর নস্করের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু আবিদ, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন নিকুল, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি ইমদাদুল হক, ওয়ার্ড সভাপতি মোশারেফ হোসেনসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।