202
এম চোখ ডটকম,মেহেরপুর: মেহেরপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা করেছে উত্তরা ব্যাংক । আজ সকাল ১১টাই মেহেরপুর শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় অন্যান্য সকল ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার পরিচালক মজিবুর রহমান । সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপ মহাব্যবস্থাপক অলক কুমার সাহা। এসময় বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।জেলার প্রায় দুই শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।