মেহেরপুরের বর্শিবাড়িয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা
এম চোখ ডটকম: মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে রাহেন শেখ (৩৭) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিন গত রাত আনুমানিক একটার দিকে নিজ ঘরের আড়ার সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করে। রাহেন শেখ মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের মজনু শেখের ছেলে। জানা যায় রায়হান শেখ চার মাস আগে পরিবার নিয়ে বারাদি ইউনিয়ন এর বর্শিবাড়িয়া গ্রামে খালা শাশুড়ির বাড়িতে ঘরজামাই থাকতো। এর একপর্যায়ে শনিবার রাতে সে আত্মহত্যা করে। সে পেশায় একজন দিনমজুর ছিল। তার আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবারের লোকজন কিছু না জানালেও গরু বিক্রির টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যর কারণে সে আত্মহত্যা করতে পারে বলে জানান এক প্রতিবেশী। আত্মহত্যার খবরে বারাদি পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন এ ব্যাপারে একটি অপমৃত্য মামলা রেকর্ড করা হয়েছে