মেহেরপুরে চিকিৎসা সহায়তার চেক বিতরণ
মেহেরপুরের চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর জেলায় বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরস্থ নিজ কার্যালয়ে এ চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে ৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা, একজনকে ৩০ হাজার এবং অপর একজনকে ১ লক্ষ টাকাসহ মোট ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশের কোন অসহায় মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায় তার জন্য বর্তমান সরকার অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এটি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব আহম্মেদসহ সরকারী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।