মেহেরপুরে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মেহেরপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের কাথুলী মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মেহেরপুর জেলা ছাত্রদল আয়োজিত এ শোভাযাত্রা নব গঠিত জেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। নতুন কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন।
আনন্দ শোভাযাত্রায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে শুভেচ্ছা জানান নেতাকর্মী
রা।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।