254
মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের কর্মসূচি পালন
এম চোখ ডটকম,মেহেরপুর:
তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের রায়ের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ। আজ সকাল ১১:০০ টার দিকে জেলা আইনজীবী পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মারুফ আহমেদ বিজন। জাতীয়তাবাদী আইনজী পরিষদের নেতা এডভোকেট কামরুল হাসান, এডভোকেট স্বপন সহ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের আইনজীবীরা মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান সড়ক, কোট প্রাঙ্গন ও জেলা পরিষদের কার্যালয় চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মারুফ আহমেদ বিজন এরা এর তীব্র প্রতিবাদ জানান। বলেন বিচারকরা সরকারের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়।