এম চোখ ডটকম, মেহেরপুর :: মেহেরপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেলার উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ। এসময় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সপ্তাহ উপলক্ষে ১৬ টি স্টলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন নতুন নতুন প্রযুক্তির সম্পর্কে প্রেজেন্টেশন করেন।
মেহেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
245