মেহেরপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল জয়ী
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হয়েছে। আজ শুক্রবার (26 জানুয়ারী)দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন আইনজীবী সমিতির সদস্যরা।
নির্বাচনে ৯টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পেয়েছে ছয়টি পদ অপরদিকে আওয়ামী আইনজীবী পরিষদ থেকে তিনটি পদে জয়লাভ করেছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে জয়লাভ করেছেন সভাপতি পদে মারুফ আহমেদ বিজন ও সাধারণ সম্পাদক এএসএম সাইদুর রাজ্জাক। এ প্যানেল থেকে আরও বিজয়ী হয়েছেন সহ সভাপতি পদে রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য পদে মোখলেছুর রহমান স্বপন, কার্যনির্বাহী সদস্য পদে আ ন ম আল মামুন অনল এবং তারিক আহমেদ।
অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে বিজয়ী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার মাহমুদ শাওন, কোষাধক্ষ পদে রোকেয়া খাতুন এবং পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাগিব মাহফুজ জুয়েল।
সন্ধ্যা ছয়টারি দিকে ভোট গণনা শেষ বিজয়ীদের নাম ঘোষণা করেন আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমার বিশ্বাস।
এর আগে সকাল সাড়ে নয়টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে । ৯ টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ১৪১ জন ।