মেহেরপুরে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবি সাবেক ও বর্তমান খেলোয়াড়দের
এম চোখ ডটকম,মেহেরপুর:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়রা। আজ সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে নেতৃত্ব দেন এ.এম.এইস ইমন। উপস্থিত ছিলেন জেলার সাবেক খেলোয়াড় ইমদাদুল হক, আসাদুজ্জামান লিটন সহ সাবেক খেলোয়াড়রা।
বক্তারা বলেন, প্রায় ১৩ বছর ধরে অ্যাড. কমিটি দিয়ে চলছে জেলা ক্রীড়া সংস্থা। দুইজন ক্লাব কর্মকর্তা মামলা করার পর সে মামলা তুলে নিলেও অদৃশ্য শক্তির কাছে বন্দি জেলার খেলাধুলা। ফলে জেলায় নিয়মিত হচ্ছেনা কোন টূর্ণামেন্ট। তৈরি হচ্ছে না নতুন কোন খেলোয়াড়। ফুটবল ও ক্রীকেটের মতো জনপ্রিয় খেলাগুলোতেও এখন ভাটার টান। শুধুমাত্র ব্যাক্তি পর্যায়ে কয়েকটি একাডেমীতে ক্রীকেটের কর্যক্রম চলমান রাখা হয়েছে। তবে নিয়মিত টূর্ণামেন্ট না হওয়ায় সেখানেও হতাশ হচ্ছেন ক্রীকেটরারা। তাই অনতিবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর চান তারা।
পরে তারা দেখা করেন জেলা প্রশাসক আজিজুল ইসলামের সাথে। দ্রত নির্বাচন না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা দেন তারা। সবশুনে কাগজপত্র দেখে দ্রত নির্বাচনের আয়োজেনর আশ্বাষ দেন জেলা প্রশাসক।