মেহেরপুরে জেলা টাস্কফোর্স কমিটির তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এম চোখ ডটকম, মেহেরপুর :
মেহেরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জুন) বুধবার (২৬ জুন) বেলা ১১ টায় জেলা প্রশসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিশাখার যুগ্মসচিব রোকেয়া বেগম।
মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলোক কুমার দাস, তামাক বিরোধী মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইনজামাম উল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভির হাসান রুমানসহ জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ।