মেহেরপুরে জেলা বিএনপির শোক শোভাযাত্রা
এম চোখ ডট কম, মেহেরপুর:
লক্ষিপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের গুলিতে কৃষকদল নেতা সজিব হোসেনকে হত্যার প্রতিবাদে শোক শোভাযাত্রা করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পৌরশহরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজ মোড় থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে বড় বাজার মোড় ঘুরে আবারও কলেজ মোড়ে এসে শেষ হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে পদযাত্রায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু প্রমুখ।
শোভাযাত্রা সমাবেশে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় ক্ষমতাসিন দলের হামলা পুলিশের গুলিতে লক্ষিপুর বিএনপির কৃষকদল নেতা সবুজ হোসেনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সরকার বিএনপির শান্তিপুর্ন আন্দোলনে সাধারন মানুষের উপস্থিতি দেখে ভীত হয়ে হামলা ও গুলি চালাচ্ছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে লক্ষ লক্ষ বিএনপির নেতা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত রয়েছে। এবারের আন্দোলন শেখ হাসিনা পতনের আন্দোলন। গুলি করে বিএনপিকে দমানো যাবে না।
আরও পড়ুন : মেহেরপুরে বিএনপি’র পদযাত্রায় নেতাকর্মীদের ঢল হিরো আলমের ওপর হামলা : মূল দুই হামলাকারী গ্রেপ্তার