মেহেরপুরে তরুণ ফেলোদের আয়োজনে ‘নারী ও যুব বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত
এম চোখ ডটকম,মেহেরপুর: মেহেরপুর নারী ও তরুণদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমস্যা ও সমাধান নিয়ে তরুণ ফেলোদের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘নারী ও যুব বিষয়ক কর্মশালা’ শিরোনামে বুধবার (১৮ অক্টোবর, ২০২৩) অনুষ্ঠিত সভায় মেহেরপুরের নারী ও তরুনদের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, কর্মসংস্থান, নিরাপত্তার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে এবং তা সমাধানে সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন। নগরীর হোটেল লা ভোগে ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ২৩ তম ব্যাচের ফেলো মেহেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদ আলী ও মুজিবনগর যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশগ্রহণ করেন, মেহেরপুর জেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের সিনিয়র ফেলো আকবর জালাল এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের তরুণ ও নারী কর্মীরাসহ অনেকেই। এ সময় আরো উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান । সহ রুবাইয়াত হাসান রিজিওনাল ম্যানেজার,খুলনা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।