262
মেহেরপুরে দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী:
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা সম্মেলন। ফাউন্ডেশনটির ২০০০ তম দিন পূরণ উপলক্ষে এই সম্মেলন এর আয়োজন করা হয়। আজ বেলা ১২টা দিকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেঅনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া, যুব উন্নয়নের উপপরিচালক ফিরোজ আহমেদ, জেলার চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ।ন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া, যুব উন্নয়নের উপপরিচালক ফিরোজ আহমেদ, জেলার চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনটির মেহেরপুর জেলা শাখার সমন্বয়ক নাসরিন আক্তার।
সারাদেশে বিরতহীন ভাবে উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সংগঠনটি। আজ এই প্রশিক্ষণের ২০০০ তম দিন পূর্ণ হলো । শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর সদস্য সাজেদুর রহমান সাজু। এমন উদ্যোগকে স্বাগত জানান অতিথি ও বক্তারা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, ফাউন্ডেশনটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।