মেহেরপুরে পুলিশের বিশেষ আভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ১১ জন গ্রেফতার
একজন সাজাপ্রাপ্ত আসামীসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোব্বার দিবাগত রাতে এদেরকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মেহেরপুর সদর ৯ জন, মুজিবনগর ও গাংনী থানায় ২ জন আসামী রয়েছে। গ্রেফতারকৃতদেরকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মেহেরপুর নতুন পাড়ার উসমান গনির ছেলে ওয়াহিদ সাদিক (২৬), পিরোজপুরের নুর মোহম্মদের ছেলে হামিদুল ওরয়ে হাফি(৩৮), হরিরামপুরের তারা মিয়ার ছেলে পাপ্পু (২২), পোস্ট অফিস পাড়ার আমিরের ছেলে রুবেল(৪২), হরিরামপুরের খোরশেদ আলীর ছেলে তারা মিয়া(৪৬), কুতুবপুরের কাশেম চৌকিদারের ছেলে সোহেল (৩৯), উত্তর খান পাড়ার হামিলের স্ত্রী কাইফা খাতুন (৩০), তাঁতীপাড়ার আমির আলীর ছেলে হালিম(৩২), উত্তর খান পাড়ার হালিমের ছেলে সাব্বির(২২), উজলপুর গ্রামের উসমান আলীর ছেলে সজিব(৩১), ও মিরপুর উপজেলার পোড়াদহর নুরুল ইসলামের ছেলে মফিজুল ওরফে টুটুল (২৯)।
পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক সাজা প্রদান ছাড়াও বিভিন্ন ধরনের মামলা রয়েছে।