244
মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবীলের চেক বিতরণ
এম চোখ ডটকম,মেহেরপুর: মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুুপুরে মেহেরপুরস্থ নিজ কার্যালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে থেকে এ চেক বিতরণ করেন।
এসময় তিনি বলেন বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় মানুষ যারা নিজ খরচে চিকিৎসা করতে পারছে না। সরকার তাদের চিকিৎসার ব্যবস্থা করছে। হাসপাতালে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। ওষুধও পর্যাপ্ত দেওয়া হচ্ছে। জটিল রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
৩৯ জনের অসহায় মানুষের মাঝে ১৮ লাখ ৮৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।। এ সময় উপস্থিত ছিলেন উপকারভোগী এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।