মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
এম চোখ ডটকম,মেহেরপুর: মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজ রহমান রিটনের আয়োজনে সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ই মার্চ বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের ধারাবাহিকতায় মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। দোয়া অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মী সহ শ্রমজীবী, পেশাজীবী ও শিশু রোজাদারদের নিয়ে তিনি এই আয়োজনটি করে। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সদস্য সাইদুর রহমান উজ্জল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহআলম।