231
এম চোখ ডটকম,মেহেরপর:
হরেক রকম বাহারি পিঠা তৈরি করে সুবিধাবঞ্চিত শিশুদের উপহার হিসাবে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর বন্ধুসভার উদ্যোগে মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে পিঠা উপহার দেওয়া হয়।
পিঠা উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্ধুসভার সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সাধারন সম্পাদক তানিয়া হক, প্রতিনিধি আবু সাঈদ, বন্ধু মাইসা, অর্না, আনিকা, আকাশ, রাব্বি, তানজিম, বৃষ্টি, রিয়াজুল, জান্নাতুল, শাম্মি, সরকারি কলেজের অধ্যাপক বশির আহমেদ সহ প্রমুখ।
শিশু পরিবারের ৪০জন শিশুদের বন্ধুসভার সদস্যরা বাড়ি থেকে হাতে তৈরি ১৮ রকমের পিঠা উপহার দেই।
এসময় বন্ধুসভার সভাপতি আব্দুল্লাহ আল আমিন বলেন, এসব শিশুরা দুর্লভ পিঠার স্বাদ গ্রহণ করতে সচারচর পাইনা। এরকারণে বন্ধুসভা এবারে সুবিধা বঞ্চিত শিশুদের পিঠা খাওয়ানোর আয়োজন করে। কয়েকদিন ধরে বন্ধুসভার সদস্য বাড়িতে বাড়িতে তৈরি করেন হরেক রকমের পিঠা।