মেহেরপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
এম চোখ ডটকম,মেহেরপুর:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা আওয়ামীলীগ।এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা করেছে দলটি। আজ শুক্রবার (২৩ জুন) বিকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বন্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনরে নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ। সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলেচনাসভায় প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধীতা করেছে তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা করে দেশকে পিছিয়ে দিয়েছিল। আজ তারা আবারও দেশকে পিছিয়ে দিতে যড়যন্ত্রে লিপ্ত।কিন্তু আওয়ামীলীগ জনগনকে সাথে এ ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কোন ষড়যন্ত্র করে লাভ হবে না।কারন জনগন আওয়ামীলীগের সাথে আছে।শোভাযাত্রা ও আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহীম শাহীনসহ বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা ।